ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঈদে ফাঁকা ঢাকা শহরে নিরাপত্তা দেবে পুলিশ: আইজিপি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের তৎপরতার কারণে এবার ঢাকায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। সবাই নির্বিঘ্নে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন। পুরো রোজা শেষ হয়ে গেলেও কোথাও কোনো খারাপ ঘটনা ঘটেনি। ঈদের পরও কিছু হবে না বলে আশা করছি।  

আজ শুক্রবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গার্মেন্টসগুলো একসাথে ছুটি হওয়ায় ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। পুলিশ হিমশিম খাচ্ছে তবুও দায়িত্ব পালন করা হচ্ছে।

ঈদে ফাঁকা ঢাকায় পুলিশ নিরাপত্তা দেবে। তবে বাসায় ভালো করে তালা মেরে যাবেন বলেও জানান পুলিশের এ নতুন মহাপরিদর্শক।

এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি